১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১

রক্তে লেখা একুশ

বিনোদন
রক্তে লেখা একুশ

সনাতন ট্রিবিউন:

যে সোনার ছেলে চলে গেছে 

আসবে কি করে আর,

শুধু বাংলা ভাষায় বলে যাবো

প্রিয় দেশ তুমি আমার।


হাজার বিকেল কেটে গেছে

খেলেছি তোমার কোলে,

তোমার বুকের মাটির গন্ধ..

কখনো যাবো না ভুলে ।

বিশ্ব এখন জেনে গেছে 

তুমি আমার চেতনার।


রক্তে লেখা  একুশ তুমি

বাংলা ভাষার প্রাণ,

ইতিহাসের পাতায় পাতায়

তোমার জয় গান।

তুমি বাঙালি জাতির

গৌরব ও অহংকার।