১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১

নায়ক বাপ্পী চৌধুরীর মাতৃবিয়োগ

নায়ক বাপ্পী চৌধুরীর মাতৃবিয়োগ

সনাতন ট্রিবিউন: চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মাতৃবিয়োগ। গতকাল (৫ই মার্চ) মঙ্গলবার ভোর সকাল ৫ টায় তার মা স্বপ্না রাণী সাহা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। বিষয়টি নিশ্চিত করছেন তার পিতা ননী গোপাল সাহা। ননী গোপাল সাহা নাঃগঞ্জের স্বনামধন্য ব্যবসায়ী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঃগঞ্জ মহানগর কমিটির সম্মানিত উপদেষ্টা।

এমন খবরে শোকের ছায়া দেখা যায় বিভিন্ন অঙ্গ সংগঠন ও ব্যবসায়ী মহলে। ছেলে যেমন চলচ্চিত্র নায়ক পাশাপাশি পিতাও তেমন নাঃগঞ্জ শহরের টান বাজার এলাকার স্বনামধন্য ব্যবসায়ী ও সাংগঠনিক ব্যক্তিত্ব। 

গতকাল দুপুর ১২ টায় নাঃগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় শ্মশানে নায়ক বাপ্পী চৌধুরীর মায়ের শেষ কৃতিত্ব অনুষ্ঠিত হয়। সেখানে শ্রীমতি স্বপ্না রাণী সাহা শেষ শ্রদ্ধা জানায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাঃগঞ্জ জেলা ও মহানগর এবং বিভিন্ন শ্রেণী পেশার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

মায়ের আত্মার শান্তি কামনা করে বাপ্পি চৌধুরী বলেন, ‘আমার মায়ের জন্য সবাই প্রার্থনা করবেন। বিধাতা তাকে যেন স্বর্গীয় বাসী করেন।

চিত্রনায়ক বাপ্পির মা স্বপ্না সাহা দীর্ঘদিন ধরে পরিপাকতন্ত্রে আলসারের সমস্যায় ভুগছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগেও বাপ্পি তার মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যান।