১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১

রাম মন্দিরের পর রাম সেতু নির্মাণে ভারত

রাম মন্দিরের পর রাম সেতু নির্মাণে ভারত

সনাতন ট্রিবিউন: পৌরাণিক কাহিনি অনুসারে, তামিলনাড়ুর (Tamil Nadu) রামেশ্বরমের ধনুশকোডিকে সেই স্থান হিসাবে বিবেচনা করা হয় যেখানে ভগবান রাম বানর সেনাকে একটি সেতু তৈরি করতে বলেছিলেন। যাতে তাঁর সেনাবাহিনী লঙ্কায় পৌঁছতে পারে।

পাশাপাশি, NASA (National Aeronautics and Space Administration)-র ছবি এবং সংশ্লিষ্ট এলাকায় ভাসমান পাথরের উপস্থিতি রাম সেতুর অস্তিত্বের দিকে ইঙ্গিত করে।   

এদিকে, ইতিমধ্যেই অযোধ্যায় বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে। পাশাপাশি, সম্পন্ন হয়েছে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও।

এমতাবস্থায়, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, সেই দিন খুব একটা বেশি দূরে নেই যেদিন সাধারণ মানুষও ভগবান শ্রীরাম ও তাঁর সেনাবাহিনীর মতো সেতুর ওপর দিয়ে হেঁটে শ্রীলঙ্কায় যেতে পারবে।

হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে অবাক হলেও এই বিষয়ে এবার পরিকল্পনা শুরু হয়েছে। মূলত, সরকার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ২৩ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে।