১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ, ১৪৩১

অভিশ্রুতি শাস্ত্রী নাকি বৃষ্টি খাতুন এখন রহস্য

অভিশ্রুতি শাস্ত্রী নাকি বৃষ্টি খাতুন এখন রহস্য

সনাতন ট্রিবিউন: ধর্মীয় ও নাম-পরিচয় জটিলতায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে পড়ে আছে বৃষ্টি খাতুনের লাশ। তার মরদেহ হস্তান্তর নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মরদেহ নিতে এসে বিপাকে পড়েছেন তার পরিবারের সদস্যরাও। গতকাল  শনিবার (২রা মার্চ) বিকেল পর্যন্ত তার মরদেহ হস্তান্তর করা হয়নি।

পারিবার এক সূত্রে জানা গেছে, বৃষ্টি প্রাথমিক ও মাধ্যমিকে পড়েছেন গ্রামের স্কুলে। উচ্চমাধ্যমিক পড়েছেন কুষ্টিয়া সরকারি কলেজে। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন রাজধানীর ইডেন মহিলা কলেজে। সম্প্রতি তিনি কলেজটির দর্শন বিভাগ থেকে স্নাতক পরীক্ষা দিয়েছেন।

ঢাকার মৌচাকের সিআইডি অফিসের বিপরীতে একটি মেসে থাকতেন বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় নিয়োজিত ছিলেন। পারিবারিক পরিচয়ে তারা তিন বোন। অভিশ্রুতি সবার বড়। মেজ বোনের নাম ঝর্ণা খাতুন ও ছোট বোনের নাম বর্ষা খাতুন। 

শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ডিএনএ টেস্ট এ-র মাধ্যমে বর্তমান অভিশ্রুতি শাস্ত্রীর লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আইন প্রয়োগকারী সংস্থারা।